তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, হামাস-সহ সকল ফিলিস্তিনি ১৯৬৭ সালের সীমানায় সম্মত, যা ইসরাইলকে অবশ্যই মেনে নিতে হবে। গাজা উপত্যকায় চলমান ট্র্যাজেডি থেকে শিক্ষা নিতে ব্যর্থ হলে ফিলিস্তিনি এই উপত্যকায় আরও সংঘাতের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন তিনি।
হাকান ফিদান সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রোববার এসব কথা বলেছেন।