অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশে নিয়ে এসেছে ‘ক্যাসপারস্কি নেক্সট’ সিরিজের তিনটি নতুন অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে ক্যাসপারস্কি নেক্সট সিরিজের ইডিআর ফাউন্ডেশনস, ইডিআর অপটিমাম ও এক্সডিআর এক্সপার্ট অ্যান্টিভাইরাস বাজারে ছাড়ার ঘোষণা দেন ক্যাসপারস্কি দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাব্যবস্থাপক ইয়েও সিয়াং টিয়ং।
ইয়েও সিয়াং টিয়ং জানান, ব্যবসাপ্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তার সব রকম চাহিদা পূরণ করতে নতুন সিরিজ আনা হয়েছে। অনুষ্ঠানে ক্যাসপারস্কি দক্ষিণ-পূর্ব এশিয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ভিক্টর চ্যু পণ্যটির কৌশলগত খুঁটিনাটি তুলে ধরেন। তথ্য নিরাপত্তাসংক্রান্ত এই প্রতিবেদকের প্রশ্নে তিনি জানান, ক্যাসপারস্কি রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রেও এটি বিপুল জনপ্রিয়।