গত বছর ৩০ মে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হওয়া মোহামেডান ও আবাহনীর ফেডারেশন কাপ ফাইনাল আজও অনেকের চোখে লেগে আছে আঠার মতো।
১২০ মিনিটের ম্যাচ ৪-৪ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। দেশের দুই জনপ্রিয় ক্লাবের আরেকটি দুর্দান্ত ফাইনালের সম্ভাবনা টিকে রইলো, মঙ্গলবার চতুর্থ দল হিসেবে আবাহনী সেমিফাইনালে নাম লেখানোয়।