জনপ্রিয় ই-সেট অ্যান্টিভাইরাস হালনাগাদের প্রলোভনে ব্যবহারকারীদের কম্পিউটারে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে একদল হ্যাকার। ‘গুপটিমাইনার’ নামের ম্যালওয়্যারটির মাধ্যমে সাইবার অপরাধীরা দূর থেকে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে। ম্যালওয়্যার ছড়ানোর এ ঘটনা শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাভাস্টের একদল গবেষক।
নিরাপত্তা গবেষকদের দাবি, গুপটিমাইনার খুবই ক্ষতিকর ম্যালওয়্যার। সাইবার হামলা প্রতিরোধের বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে গোপনে কাজ করতে পারে ম্যালওয়্যারটি, ফলে সহজে শনাক্ত করা যায় না। আর তাই হ্যাকাররা যেকোনো ল্যাপটপ বা কম্পিউটার থেকে গোপনে তথ্য সংগ্রহ করতে থাকে।