তাপমাত্রা বৃদ্ধি রোধে যা করা দরকার

যুগান্তর এম. মেসবাহউদ্দিন সরকার প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ১০:৫৪

দেশে কয়েক বছর ধরে তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড হয়েই চলেছে। ২০২১ সালের ২৫ এপ্রিল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের ২৬ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছিল। যদিও আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।


এ বছর পুরোনো সব রেকর্ড ভেঙে গত ২৬ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২.৭ ডিগ্রিতে, সেই চুয়াডাঙ্গায়। তবে এবার ১৭৩ বছরের ইতিহাসের সর্বোচ্চ উষ্ণতা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া ও জলবায়ু সংশ্লিষ্টরা।


রেডক্রিসেন্ট সোসাইটি, জার্মান রেডক্রস এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক গবেষণায় ৪৪ বছরের তাপমাত্রার একটি বিশ্লেষণে দেখা গেছে-এপ্রিল, মে ও জুন-এ তিন মাসে ঢাকায় সবচেয়ে বেশি গরম অনুভূত হলেও ধীরে ধীরে তা কমে যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে, এপ্রিল থেকে শুরু হয়ে অগাস্ট পর্যন্ত এ তাপপ্রবাহ বয়ে যায়, এমনকি শীতকাল বা শীতের দিনের সংখ্যাও কমতে দেখা যাচ্ছে গত ১০/১২ বছর ধরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us