মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে ৩৪ বছর ধরে অভিনয় করছেন রোজী সিদ্দিকী। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা 'ওমর'। সিনেমাটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এর আগে 'পরাণ' সিনেমায় খল চরিত্রে অভিনয় করে বেশ সাড়া পেয়েছিলেন।
নতুন সিনেমা 'ওমর' এবং অন্যান্য বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি।
আপনার অভিনীত 'ওমর' সিনেমা এবারের ঈদে মুক্তি পেয়েছে। এটি নিয়ে কিছু বলুন।
রোজী সিদ্দিকী: মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'ওমর' সিনেমায় অভিনয় করেছি। এটি ঈদের দিন মুক্তি পেয়েছে। আরও অনেক শিল্পী অভিনয় করেছেন। আমার স্বামী শহীদুজ্জামান সেলিম অভিনয় করেছেন। এখানে আমাকে ইতিবাচক চরিত্রে দেখা যাবে। খুব ভালো লেগেছে অভিনয় করে। অভিনয় করার সুযোগ ছিল। দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন। তাছাড়া পরিচালক রাজের জীবনে এটি শ্রেষ্ঠ সিনেমা হতে চলেছে।
প্রখ্যাত অভিনেতা শহীদুজ্জামান সেলিম আপনার স্বামী। তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা বলুন।
রোজী সিদ্দিকী: সত্যি কথা বলতে- সেলিমের সঙ্গে অভিনয় করতে ভয় লাগে। এটা মনের কথা। কারণ সে একজন দুর্দান্ত অভিনেতা। তার সঙ্গে অভিনয় করার সময় ভাবি, ঠিক মতো অভিনয় করতে পারছি তো? সংলাপ ভালো মতো হচ্ছে তো? এজন্যই ভয়টা করে। সেলিমের সঙ্গে অভিনয় করতে গিয়ে মনে হয় বাঘের খাঁচায় পড়লাম।