সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক বনাঞ্চল খুঁজে পেয়েছেন, যা জলবায়ু পরিবর্তনের প্রচলিত নিয়ম মেনে চলে না।এ বিস্ময়কর নজির মিলেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি বনে, যা নিয়ে গবেষণা করেছেন ‘ইউনিভার্সিটি অফ ভার্মন্ট (ইউভিএম)’-এর গবেষকরা। তাদের দাবি, এমন এলাকা জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’-এ প্রকাশিত এ গবেষণার বিভিন্ন অনুসন্ধানে ইঙ্গিত মিলেছে, কিছু পাহাড়ী বনে ‘কোল্ড-এয়ার পুলিং’ নামের এক ঘটনার জন্য সেইসব এলাকার অনেক ওপর দিয়ে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হয়, যা নিচের দিকেও ঠাণ্ডা পরিবেশ তৈরি করে, যা সাধারণ ঘটনার একেবারে বিপরীত।