সামরিক ব্যয়ের রেকর্ড গড়েছে বিশ্ব

আজকের পত্রিকা প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৪৯

এক দশকের মধ্যে সর্বোচ্চ সামরিক ব্যয়ের রেকর্ড গড়েছে বিশ্ব। যুদ্ধ ও সংঘাতের কারণে ২০২৩ সালে এ খাতে রেকর্ড পরিমাণ অর্থ খরচ হয়েছে। বছরটিতে বৈশ্বিক সামরিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৩০০ কোটি ডলার। গতকাল সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 


সামরিক ব্যয়ের ক্ষেত্রে তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটি একাই খরচ করেছে ৯১ হাজার ৬০০ কোটি ডলার, যা বৈশ্বিক মোট ব্যয়ের ৩৭ শতাংশ। তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে আছে—চীন, রাশিয়া, ভারত ও সৌদি আরবের। শীর্ষ ১০-এ থাকা অন্য দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, জার্মানি, ইউক্রেন, ফ্রান্স ও জাপান। ২০২২ সালের তুলনায় গত বছর বিশ্বব্যাপী এ খাতে ব্যয় বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us