গ্যাস পেলে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে মিলবে আরও ২০০ মেগাওয়াট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ০৮:৫৮

যান্ত্রিক দক্ষতা ও সাশ্রয়ী দামে বিদ্যুৎ উৎপাদনের বিবেচনায় এগিয়ে থাকা দেশের সর্ববৃহৎ গ্যাসভিত্তিক আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে জ্বালানির অভাবে সক্ষমতার অনেকটুকুই কাজে লাগানো যাচ্ছে না।


এবারের গ্রীষ্মে দেশে বিদ্যুতের চাহিদা আগের চেয়ে বাড়বে অনেক বেশি; ভোগাতে পারে লোড শেডিংও। এমন পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী গ্যাস পেলে সক্ষমতার পুরোটাই জানান দিতে চায় ছয় ইউনিটের আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র।


গরমের মওসুমে ২০২৩ সালে দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা ১৬ হাজার ৫০০ মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছিল। তখন জ্বালানির অভাবে উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে না পারায় লোড শেডিংয়ে নাকাল হতে হয়েছে ভোক্তাদের। এক দিন সর্বোচ্চ ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা গিয়েছিল গতবার।


এবার চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা বিদ্যুৎ বিভাগের। সে কারণে গ্যাসের প্রয়োজনীয় যোগান দিয়ে এমন সাশ্রয়ী ও বড় ধরেনের বিদ্যুৎকেন্দ্রগুলোর সুফল পাওয়ার দিকে নজর দিয়েছে সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us