কোন পর্যায়ে আছে শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার বিচার

প্রথম আলো প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪, ১০:০৮

বরাবরের মতো এবারও দেশে পবিত্র ঈদুল ফিতরের বৃহত্তম জামাত আয়োজনে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। লাখ লাখ মুসল্লিকে স্বাগত জানাতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে ঈদুল ফিতর এলেই শোলাকিয়ায় ২০১৬ সালের সেই ভয়াবহ জঙ্গি হামলার প্রসঙ্গ সামনে চলে আসে। সেদিনের মুহুর্মুহু গুলির আওয়াজ এখনো ভেসে আসে স্থানীয় মানুষের কানে। তাঁরা ভুলতে পারেননি ভয়াবহ দুঃসহ সেই স্মৃতি। আর নিহত ব্যক্তিদের স্বজনেরা এখনো ঘুরছেন বিচারের আশায়।


খোঁজ নিয়ে জানা যায়, শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় করা মামলাটি বর্তমানে সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল-২ আদালতে বিচারাধীন। বিচার কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে ছিল। গত বছরের ২৯ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ওই দিন জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার পাঁচজন আসামিকে হাজির করা হয়েছিল। তাঁরা হলেন জেএমবির শীর্ষ জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, মো. সবুর খান ওরফে সোহেল, জাহেদুল হক ওরফে তানিম এবং আনোয়ার হোসেন। তাঁদের উপস্থিতিতে বাদীসহ সাক্ষ্য গ্রহণ শুরু করেন বিচারক। এ পর্যন্ত পাঁচ আসামির সাক্ষ্য নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us