বজ্রপাতে তিন জেলায় প্রাণ গেল ৫ জনের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৪, ১৭:০৬

বজ্রপাতে দেশের তিন জেলায় নারী-শিশুসহ প্রাণ হারিয়েছেন পাঁচ জন। এর মধ্যে ঝালকাঠিতে তিন জন এবং নেত্রকোণা ও যশোরে এক জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।


রোববার সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রপাতের এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 


প্রতিনিধির পাঠানো খবর:


ঝালকাঠি: রোববার সকাল ১০টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হলে ঝালকাঠির আকাশ মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে। সেই সাথে বৃষ্টি ও দমকা বাতাসে জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে।

বেলা ১১টার দিকে জেলার পৃথক এলাকায় বজ্রপাতে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 


নেত্রকোণা: বজ্রপাতে নেত্রকোণায় খালিয়াজুরী উপজেলার হাওরে এক কৃষক নিহত হয়েছেন।


রোববার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার রাজঘাট হাওরে বজ্রপাতে এই নিহতের ঘটনা হয়।


যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলায় ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। 


রোববার সকালে উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের বিলে এ ঘটনা ঘটে বলে জানান ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পোদাউলিয়া গ্রামের জাহান আলি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us