You have reached your daily news limit

Please log in to continue


তরুণ পাকিস্তানি ক্রিকেটারের গুরুতর চোট, অভিযোগ পিসিবির দিকে

খেলোয়াড়দের চোট বলতে গেলে নিত্যনৈমিত্তিক ঘটনা। চোটে পড়ায় খেলোয়াড়দের মাঠে ফিরতে অনেক সময় দেরি হয়ে যায়। কারও কারও তো ক্যারিয়ারই শেষ হয়ে যায়। পাকিস্তানের তরুণ পেসার ইহসানউল্লাহর চোট এখন খুবই গুরুতর হয়ে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে এখন অভিযোগের তির।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইহসানউল্লাহর অভিষেক হয় ২০২৩ সালে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান-আফগানিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টির প্রতিটিতেই খেলেছেন তিনি। আফগান সিরিজ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেন ইহসানউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষেই গত বছরের ২৯ এপ্রিল ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। কনুইয়ের চোটে পড়ে পেশাদার ক্রিকেটে এরপর থেকেই বাইরে ২১ বছর বয়সী পাকিস্তানি পেসার। চলতি বছর পাকিস্তান সুপার লিগও (পিএসএল) তিনি খেলতে পারেননি। ইহসানউল্লাহর চোট দিয়ে পিসিবির মেডিকাল বিভাগের গাফিলতির বিষয়টি সামনে আনেন মুলতান সুলতানসের মালিক আলি তারিন। ক্রিকইনফোকে তারিন জানিয়েছেন যে স্ক্যান করেও পিসিবির মেডিকাল বিভাগ ইহসানউল্লাহর কনুইয়ের চিড় ধরতে পারেনি। চোটকে সঙ্গী করেই জিম ও নিয়মিত বোলিং করে গেছেন তিনি (ইহসানউল্লাহ)। চোট যে ভয়ংকর হতে পারে, সেই শঙ্কাও তারা উড়িয়ে দেননি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন