ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ। গত বছরের ইতিবাচক পারফরম্যান্সে আত্মবিশ্বাসের যে ভিত গড়ে উঠেছিল, প্রবল ধাক্কায় তা নড়বড়ে করে দিল অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে দুই সংস্করণে স্রেফ কর্পূরের মতোই উড়ে গেল বাংলাদেশ। সামনেই আরেকটি কঠিন চ্যালেঞ্জ। দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে ভারতের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী সহ-অধিনায়ক নাহিদা আক্তার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি দারুণ আশা নিয়েই শুরু করেছিলেন নাহিদারা। গত বছর শেষ ছয় মাস দারুণ ক্রিকেট খেলেছেন তারা। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জেতার আগে ভারতকে হারিয়েছেন তারা একটি ম্যাচে। পরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও একটি বিশ ওভারের ম্যাচ জিতেছে নিগার সুলতানার দল। সেই আত্মবিশ্বাস থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছুর আশায় ছিলেন তারা।
সেই প্রত্যাশার ছিটেফোঁটাও মেটেনি মাঠের পারফরম্যান্সে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।