২০২৩ সালে অনলাইন কেনাকাটায় কেলেঙ্কারির ঘটনা প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে, এমনই বলছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং কোম্পানি স্যান্টান্ডার।
ব্যাংকটি বলেছে, ২০২৩ সালে মোট কেনাকাটার কেলেঙ্কারির ঘটনার মধ্যে ৮০ শতাংশই শুরু হয়েছিল ‘অনলাইন সেলিং প্ল্যাটফর্ম’ বা মার্কেটপ্লেসে।
অনলাইন কেনাকাটায় কেলেঙ্কারি এড়াতে কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিৎ, সে সম্পর্কে ক্রেতাদের সতর্ক করতে ব্রিটেনভিত্তিক অনলাইন বিজ্ঞাপন ও কমিউনিটি ওয়েবসাইট ‘গামট্রি’র সঙ্গে কাজ করছে স্যান্টান্ডার ব্যাংক।