নির্ধারিত সময়ের মধ্যে ‘বীরনিবাস’ নির্মাণ প্রকল্প শেষ হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। যথাসময়ে প্রকল্পটি শেষ করতে অতিরিক্ত ১ হাজার ৮২২ কোটি ২০ লাখ ‘বিশেষ বরাদ্দ’ চেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই অর্থ না পেলে কাজ শেষ করা সম্ভব হবে না উল্লেখ করে অর্থ মন্ত্রণালয়কে আধা সরকারি পত্র দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ উপহার ‘বীরনিবাস’। ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক এই প্রকল্পে ৩০ হাজার বাড়ি নির্মাণ করা হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সবশেষ সভায় এ প্রকল্পের অগ্রগতির বিষয়ে বলা হয়েছে, গত জানুয়ারি পর্যন্ত ১১ হাজার ৫৭টি বীরনিবাসের নির্মাণকাজ শেষ হয়েছে। চলমান রয়েছে ১৮ হাজার ৯৪৩টির নির্মাণকাজ।
এই প্রকল্প যথাসময়ে শেষ করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সম্প্রতি আধা সরকারি পত্রে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ওই ‘বিশেষ বরাদ্দ’ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।