শারজাহর মরুভূমিতে ‘ইফতার বৌল’ উৎসব, সমাগম ২ হাজার মানুষের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১৫:৩৯

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত (রাজ্য) শারজাহর রাফিদাহ মরুভূমিতে বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে গণইফতার উৎসব ‘ইফতার বৌল’। বৃহস্পতিবার উৎসবে যোগ দিতে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে মরুভূমিতে চলাচলের উপযোগী ৭৫০টি গাড়িতে চেপে উপস্থিত হয়েছিলেন ২ হাজারেরও বেশি মানুষ।


উৎসবে মধ্যে আমিরাতের নাগরিকদের পাশাপাশি অন্তত ৩৮টি দেশের নাগরিকরা ছিলেন বলে জানা গেছ।মরুভূমি ও পাহাড়ি এলাকায় ভ্রমণ ও গাড়ি চালানো যেসব চালকের শখ, আমিরাতের সেই সব শৌখিন চালকদের (অফরোডার) ‘অ্যারাবিয়ান অফরোডার্স’ নামের একটি সংগঠন রয়েছে। এই সংগঠনটিই ‘ইফতার বৌল’ নামের ইভেন্টটির মূল আয়োজক। অ্যারাবিয়ান অফরোডার্সের অন্যতম সংগঠক শাহার সারওয়ার জানিয়েছেন, ১৯৯১ সাল থেকে তারা ইফতার বৌলের আয়োজন করে আসছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us