মেসেজিং সেবা স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের ডেটায় গোপনে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ফেইসবুক, এমনই উঠে এসেছে নতুন এক নথিতে।
প্রকল্পটির অভ্যন্তরীণ নাম ছিল ‘প্রজেক্ট গোস্টবাস্টার্স’, যা ২০১৬ সালে চালু করেছিলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। এর আগে প্রতিদ্বন্দ্বী কোম্পানিটির প্রাইভেসি ব্যবস্থা নিয়ে তিনি বিরক্ত ছিলেন বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে।
“যখনই কেউ স্ন্যাপচ্যাট নিয়ে প্রশ্ন করেন, তখন এর প্রচলিত জবাব হয়ে থাকে যেহেতু এর ট্রাফিকিং ব্যবস্থা এনক্রিপ্ট করা, তাই তাদের নিয়ে বিশ্লেষণ করার কোনও উপায় নেই,” ২০১৬ সালের ৯ জুন কোম্পানির নির্বাহী কর্মকর্তাদের পাঠানো ইমেইল বার্তায় লেখেন জাকারবার্গ।