সোমালিয়ার জলদস্যুদের কব্জায় থাকা জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এর ২৩ নাবিককে উদ্ধারে অগ্রগতি হওয়ার তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জাহাজ সম্পর্কে আমি শুধু এটুকু বলতে চাই, নাবিকদেরকে মুক্ত করার আলাপ-আলোচনার মধ্যে আমরা আছি।
“আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে, নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা এবং একইসাথে জাহাজটাকে উদ্ধার করা। আমরা অনেকদূর এগিয়েছি, শুধু এটুকু বলতে চাই।”
গত বছরের নভেম্বর থেকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুরা যে প্রায় দুই ডজন জাহাজে হামলা করেছে, তার মধ্যে সর্বশেষ দস্যুদের হাতে জিম্মি হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ।