বাংলাদেশে নির্বাচনে জেতার অনেকগুলো কৌশল আছে। সামরিক শাসনের আমলে নির্বাচন হতো নামকাওয়াস্তে। ফলাফল আগেই ঠিক করা থাকতো। এরপর এলো হোন্ডা, গুন্ডা আর ডান্ডার আমল। জোর যার মুল্লুক তার। যার গায়ে বা ট্যাকে জোর বেশি, সেই নির্বাচিত হতেন। যুগে যুগে নির্বাচনে জেতার কৌশল বদলেছে। এখন যেমন একতরফা নির্বাচনে কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো প্রশাসনিক দখলে, কখনো ডামি প্রার্থী দিয়ে নির্বাচনে জেতা যায়।
নির্বাচনে ভোটারদের ভূমিকা ধীরে ধীরে কমে যাচ্ছে। ভোটাররাও কেন্দ্রে যাওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলছেন। টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সমর্থকরাও ভোটকেন্দ্রে যান না। তবে প্রশাসনকে ঘুস দিয়ে নির্বাচনে জেতার চেষ্টাকে নজিরবিহীনই বলতে হবে। এমনিতে ক্ষমতাসীন দল পুলিশ ও প্রশাসনের আনুকূল্য পান, এটা সবাই জানেন। এ কারণেই বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।