বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থানকে দৃঢ় করতে ব্যবসায়িক খরচ (কস্ট অব ডুয়িং বিজনেস) কমাতে হবে। পাশাপাশি বিনিয়োগ সুরক্ষা, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সুষম বিনিয়োগ, শিপিং খরচসহ সব ধরনের পরিবহন খরচ হ্রাস করতে হবে। সেই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে স্থায়ী পরিকাঠামো গড়ে তুলতে হবে। সর্বোপরি কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে হয়রানি দূরীকরণে আগামী বাজেটে বিশেষ অগ্রাধিকার দিতে হবে।
গতকাল শনিবার দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজিত আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক, আয়কর, মূসক ও অন্যান্য কর সম্পর্কিত প্রস্তাবনা ও সুপারিশ নিয়ে আলোচনার জন্য চেম্বার ও খাতভিত্তিক অ্যাসোসিয়েশনগুলোর প্রধানদের সঙ্গে প্রাক্-বাজেট মতবিনিময় সভায় এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।