তিনি সিসিমপুরের রুনা খান। বিটিভিতে প্রচারিত ছোটদের অনুষ্ঠানটি তাঁকে নিয়ে গেছে খ্যাতির চূড়ায়। এরপর বহু নাটকে দেখা গেছে জনপ্রিয় এই অভিনেত্রীকে। সন্তান জন্মের পর ওজন বেড়ে যায় তাঁর। শুরু হয় রুনা খানের নতুন সংগ্রাম। ওজন কমানোর মিশনে নামেন জনপ্রিয় অভিনেত্রী। নিজেকে পছন্দনীয় করে তুলতে বহু কাঠখড়ও পোড়াতে হয়। বহু বছর পর অবশেষে সফল হলেন রুনা। গেল বছর ৩৯ কেজি ওজন কমিয়ে সবাইকে চমকে দেন তিনি। তবে ওজন কমানোর পর থেকে অভিনেত্রীকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা–সমালোচনাও। ওজন কমানোর পর বিভিন্ন ফটোশুট করতে শুরু করেন রুনা খান, যা একেবারেই পছন্দ হয়নি সমালোচকদের। আর সেই সমালোচনা চলছে এখন পর্যন্ত।
এত দিন সংবাদমাধ্যমে নেতিবাচক কথার উত্তর দিয়ে আসছিলেন অভিনেত্রী। এবার সরব হলেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারী উদ্যোক্তাদের পাঠানো শাড়ি-গয়না আর বিশেষ রাষ্ট্রীয় আমন্ত্রণপত্রের ছবি পোস্ট করেন রুনা খান। ক্যাপশনে লিখেছেন, ‘সেদিন অ্যাওয়ার্ড শোতে সাংবাদিকেরা আমাকে জিজ্ঞেস করেছিলেন, “পাবলিকের নেতিবাচক কমেন্ট আপনার ওপর কোনো প্রতিক্রিয়া তৈরি করে কি না?”’ উত্তর দিতে গিয়ে রুনা বলেন, ‘ভাই, আপনাদের একটা সত্যি কথা বলি, ৪০-এ এসে আমার নবজন্ম হয়েছে...! নিচে যে ছবি-ভিডিও পোস্ট করেছি, এই ছবির ভালোবাসা শুধু গত এক-দেড় মাসে আমার কাছে এসে পৌঁছেছে। যাঁরা পাঠিয়েছেন, তাঁরা বেশির ভাগই নারী উদ্যোক্তা এবং তাঁরা কেউই আমার পূর্বপরিচিত নন।’