ফাইনাল জিতে দলকে তাতিয়ে দেওয়ার গল্প শোনালেন অধিনায়ক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ মার্চ ২০২৪, ২২:০৪

শিরোপা লড়াইয়ের আগের দিনের ঘটনা, ফটোসেশনে ট্রফিটি একপলক দেখেই যেন প্রেমে পড়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ছুঁয়ে দেখলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই ট্রফি তার জিততেই হবে। দলকেও দিলেন সেই বার্তা। টাইব্রেকারে ইয়ারজান বেগমের অসাধারণ নৈপুণ্যে স্বপ্ন পূরণ করার পর সেই গল্পই শোনালেন অর্পিতা। 


সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন’স চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোববার ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়। 


শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় ম্যাচ শেষে উচ্ছ্বাসভরা কণ্ঠে অধিনায়ক অর্পিতা শোনালেন ট্রফি নিয়ে ফটোসেশনের সময়ের কথা এবং যেভাবে তিনি তাতিয়ে দিয়েছিলেন দলকে।


“আমি খুব শিহরিত ছিলাম, যখন আমাদের সামনে ট্রফিটা আনা হয় (ফটোসেশনের জন্য)। যখন ওটার মোড়ক খোলা হয়, তখন আমি প্রথম দেখেছিলাম। তখন থেকে ভেতরে এই অনুভূতি কাজ করছিল…যখন ট্রফি ধরতে ভারতের অধিনায়ককে বলা হলো, সে কিন্তু ধরেনি, আমি ধরেছিলাম।” 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us