বিশ্ব মোড়লেরা দুমুখো নীতিতে বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮

ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেই সঙ্গে ‘বিশ্ব মোড়লদের দুমুখো নীতিরও’ সমালোচনা করেছেন। আজ শুক্রবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন শেখ হাসিনা।


গাজায় চলমান যুদ্ধ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘গাজা ও ফিলিস্তিনে যা হচ্ছে তা অমানবিক কাজ। মানবতাবিরোধী কাজ। হাসপাতালগুলোর ওপর আক্রমণ। বাচ্চাদের কী দুরবস্থা।’


শেখ হাসিনা বলেন, ‘আমরা তো দেখছি বিশ্ব মোড়লেরা দুমুখো নীতিতে বিশ্বাস করে। প্যালেস্টাইনের সমস্ত জমি দখল করে ফেলছে সেটা আগ্রাসন নয়, ইউক্রেনেরটা আগ্রাসন।’


দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সাড়ে ১০টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হয়।  সম্প্রতি জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতেই প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us