দেশের পর্যটন খাতের পরিকল্পিত বিকাশে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও তা চার বছরেও কার্যকর হয়নি। ৩০ বছর মেয়াদি এই মহাপরিকল্পনা সম্প্রতি চূড়ান্ত হলেও এখনো তা ঝুলে আছে জাতীয় পর্যটন কাউন্সিলের (এনটিসি) অনুমোদনের অপেক্ষায়।
পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নে যত দেরি হবে, পর্যটন খাতে অব্যবস্থাপনা তত বাড়বে। ২০২০ সালের ১ জানুয়ারি ২৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে পর্যটন মহাপরিকল্পনার প্রণয়নের আনুষ্ঠানিক কাজ শুরু করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)।
অবশ্য এর আগে এটি প্রণয়নের কাজ পাওয়া বিদেশি পরামর্শক সংস্থা আইপিই গ্লোবালের সঙ্গে ২০১৯ সালে চুক্তি করে বিটিবি।
চুক্তি অনুযায়ী, ২০২০ সালের ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে যথাসময়ে শেষ না হওয়ায় ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। মহাপরিকল্পনা প্রণয়নের কাজের প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলেছিলেন বেসরকারি খাতের উদ্যোক্তারা।