‘রহমতবঞ্চিত’ রহমতের চরের মানুষ

ডেইলি স্টার প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৩

তিনটি জেলার তিনটি উপজেলার তিনটি ইউনিয়ন এসে মিলেছে 'রহমতের চর' গ্রামে। তিস্তা নদীপাড়ের এই চরটি একসময় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বাঁধ আর রাস্তা নির্মাণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও এই চরের বাসিন্দাদের অভিযোগ, কেউ তাদের খবর রাখেন না।


স্থানীয়রা জানান, কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন, রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন মিলিত হয়েছে রহমতের চরে। এখানে বসবাস করেন ১৫৬টি পরিবারের ৭০০ মানুষ।


তাদের অভিযোগ, এই চরে বসবাসকারীদের কেউ থেতরাই, কেউ তাম্বুলপুর আবার কেউ তারাপুর ইউনিয়নের ভোটার। এ কারণে কোনো ইউনিয়নের জনপ্রতিনিধিই এই চরের মানুষদের খোঁজ রাখেন না। শীতে এখানে বিতরণ করা হয় না শীতবস্ত্র, বর্ষায় বা বন্যায় মেলে না কোনো ত্রাণ সহায়তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us