চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : এটা কি ছাত্রলীগের গ্রুপগুলোর লড়াইক্ষেত্র

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩

কয়েক দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে পাল্টাপাল্টি ধাওয়া ও সশস্ত্র সংঘর্ষ চলে আসছে, তাতে মনে হবে এটা কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, সরকার-সমর্থক ছাত্রসংগঠন ছাত্রলীগের বিবদমান গ্রুপের লড়াই-সংঘাতের উন্মুক্ত ক্ষেত্র। 


প্রথম আলোর খবর থেকে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকেলে দুই দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই উপপক্ষ সিক্সটি নাইন ও সিএফসি। এতে পুলিশের ৩ সদস্যসহ আহত হন ২৯ জন। গত শুক্রবার বিকেলে সংঘর্ষ চলাকালে তোলা বিভিন্ন ভিডিও ফুটেজ, ছবি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। 


বিবদমান সিএফটি ও সিক্সটি নাইন উপগ্রুপের সংঘর্ষ চলাকালে ৬০টি রামদা ব্যবহার করা হয়েছে। এ ছাড়া হকিস্টিক, লাঠিসোঁটা তো ছিলই। একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এত দেশীয় অস্ত্র আসে কীভাবে? বিশ্ববিদ্যালয়কে অস্ত্রমুক্ত রাখতে কি প্রশাসনের কোনো কর্তব্য নেই? 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us