মোট ঋণের ৯% খেলাপি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩১

গেল বছরের শেষ মাস ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৬৮৮ কোটি টাকা, যার মধ্যে এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা বা ৯ শতাংশই খেলাপি।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।


২০২২ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা। অর্থাৎ, এক বছরে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ২০ দশমিক ৭০ শতাংশ।


খেলাপি ঋণের এ চিত্র পয়েন্ট-টু-পয়েন্ট বাড়লেও ২০২৩ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বরে) অবশ্য ৯ হাজার ৭৬৫ কোটি টাকা কমেছিল।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে খেলাপীর পরিমাণ ছিল এক লাখ ৫৫ হাজার ৩৯৮ কোটি টাকা, খেলাপির হার ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ।


গত বছরের শেষ প্রান্তিকে খেলাপির পরিমাণ কমে যাওয়ার কারণ ছিল ঋণ পুনঃতফসিল সুবিধা দেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us