স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য লাল, সবুজ ও নীল রঙের ফিড চালু করতে যাচ্ছে ইউটিউব। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা ইউটিউবের মূল ভিডিও ফিডের পাশাপাশি লাল, সবুজ ও নীল রঙের আলাদা বিষয়ভিত্তিক ফিড নির্বাচন করতে পারবেন।
অর্থাৎ, লাল রঙের ফিডের জন্য কোনো ভিডিও নির্বাচন করলেই সে বিষয়ের অন্য ভিডিওগুলো ফিডটিতে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন করবে ইউটিউব। ফলে ব্যবহারকারীরা সহজেই ইউটিউবের মূল ভিডিও ফিডের পাশাপাশি নিজেদের পছন্দের ভিডিওগুলো আলাদা ফিডে দেখতে পারবেন।