দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট ও আন্দোলনের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে মূল্যায়ন করেছেন বিএনপি। ভোট বর্জনের ডাকে জনগণের সাড়াকে বড় সফলতা দেখছেন দলটি। তবে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে কিছুটা ঘাটতি ছিল বলে মনে করছেন তারা। সামনে নিজস্ব ছাড়াও যুগপৎ কর্মসূচি নিয়ে চলছে আলোচনা। সবকিছু ঠিক থাকলে সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হলেও সরকার পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার বিষয়ে একমত তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্যও।
আন্দোলনে নেতৃত্বে থাকা বিএনপিও সুসংগঠিত হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিনের মধ্যে কর্মসূচিও ঘোষণা করতে পারে দলটি। ঢাকায় বড় ধরনের সমাবেশের মাধ্যমে আবারও আন্দোলন শুরু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটির স্থায়ী কমিটি। সমমনা দল ও জোটের শীর্ষ নেতারা জানান, তারা কোনো ধরনের সহিংস আন্দোলনে যাননি। ভোট বর্জনের ডাকে জনগণ সাড়া দিয়েছে এটা তাদের বড় সফলতা। রাজনৈতিকভাবে তারা বিজয়ী হয়েছেন।