বেশি ঋণ করে সিলেটের মানুষ

প্রথম আলো প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ২০:০৭

ছয় বছর আগের তুলনায় ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা বেড়েছে। পাশাপাশি পরিবারপ্রতি ধার বা ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। সারা দেশের মানুষই নানা কারণে ঋণ নিলেও এ ক্ষেত্রে এগিয়ে আছেন সিলেট অঞ্চলের মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।


জরিপে দেখা গেছে, ২০২২ সালে সিলেটে প্রায় ৪৯ শতাংশ পরিবারের অন্তত একজন সদস্য ঋণ নিয়েছেন। আর সবচেয়ে কম ঋণ নিয়েছেন ময়মনসিংহ বিভাগের মানুষ। ময়মনসিংহ অঞ্চলে এই হার প্রায় ২৯ শতাংশ।


প্রয়োজনে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন উৎস থেকে ঋণ নেয় মানুষ। কেউ সংসার চালাতে ঋণ নেন, কেউবা চিকিৎসা খরচ চালাতে টাকা নেন, আবার অনেকে ব্যবসা-বাণিজ্য করতে ঋণ নেন। জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ১২ মাসের মধ্যে অর্থাৎ ২০২২ সালে পরিবারের অন্তত একজন সদস্য ঋণ নিলে ওই পরিবারকে ঋণ গ্রহণকারী পরিবার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

দেশে বিবাহবিচ্ছেদ বেড়েছে, বড় কারণ পরকীয়া: বিবিএসের জরিপ

আজকের পত্রিকা | বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
১০ মাস, ১ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us