দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের সংসদ ভবন। বুধবার সকাল ১০টায় হবে তাদের শপথ অনুষ্ঠান।
এই শপথ অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে । স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথমে নিজে দ্বাদশ সংসদের এমপি হিসেবে শপথ নেবেন। এবারও তিনি রংপুর-৬ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। পরে তিনি অন্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
একাদশ সংসদের প্রধান হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি নূর ই আলম চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্ধারিত সময়ে গেজেট হয়ে যাবে। কাল সকাল ১০টায় শপথ হবে। আর বেলা ১২টায় আমাদের সংসদীয় দলের সভাও রয়েছে।”