‘জননৈতিকতা লঙ্ঘন’ করায় ইরানের একজন নারীকে ৭৪টি বেত্রাঘাত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ছাড়া দেশটির পোশাকবিধি অনুযায়ী, মাথা ঢেকে না রাখার জন্য তাঁকে জরিমানা করা হয়েছে। ইরানের বিচার বিভাগ এসব তথ্য জানিয়েছে।
গত শনিবার ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন জানায়, দণ্ডপ্রাপ্ত নারীর নাম রোয়া হেশমতি। তাঁকে দেওয়া ৭৪টি বেত্রাঘাতের সাজা আইন ও শরিয়া অনুযায়ী কার্যকর করা হয়েছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে সব নারীর গলদেশ ও মাথা ঢেকে রাখা আইন দিয়ে বাধ্যতামূলক করা হয়। তবে পোশাকবিধি লঙ্ঘনের জন্য ইরানে বেত্রাঘাত সচরাচর দেখা যায় না।