ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে জোড়া বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শুক্রবার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
কেরমান শহরে গত বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে বিস্ফোরণ হয়। সেদিন ছিল সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ওই সময় শত শত মানুষ হেঁটে তাঁর সমাধিস্থলের দিকে যাচ্ছিলেন। হামলার দায় স্বীকার করেছে আইএস।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কেরমানে দুই আত্মঘাতী বোমা হামলাকারীকে সহায়তার অভিযোগে দুজনকে নিরাপত্তা বাহিনী আটক করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দেশটির অন্যান্য জায়গা থেকে আরও নয়জনকে আটক করা হয়েছে।