ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। এতে অন্তত দুজন দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে।
ঘটনাস্থল থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক সৈয়দ ফায়েজ আহমেদ রাত সাড়ে ৯টার দিকে জানান, ট্রেনের একটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস কর্মীরা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। এলাকাবাসী যে যার মতো করে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।