জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার দলে যোগ করতে চান শাভি এর্নান্দেস। তবে বার্সেলোনা কোচের সওদার সম্ভাব্য তালিকায় নেই বিশ্ব ফুটবলের বড় তারকারা। কিলিয়ান এমবাপে, আর্লিং হলান্ডের মতো ফুটবলারদের নেওয়ার আর্থিক সামর্থ্য এখন বার্সেলোনার নেই বলে পরিষ্কার জানিয়ে দিলেন তিনি।
২০১৭ থেকে ২০১৯ সময়টায় অবশ্য দলবদলের বাজারে দেদার খরচ করেছে বার্সেলোনা। কোটি কোটি ডলার দিয়ে দলে এনেছে ফিলিপে কৌতিনিয়ো, অঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলের মতো ফুটবলারদের। পরে তো নানা সংকটে ক্লাবের আর্থিক কাঠামোই ভেঙে পড়ে। লিওনেল মেসির মতো একজনকেও তারা ছেড়ে দেয় বা ছেড়ে দিতে বাধ্য হয়। এখনও আর্থিকভাবে পুরো গুছিয়ে উঠতে পারেনি তারা।
শাভি কোচ হওয়ার পর এখনও একরকম চেষ্টা করে চলেছেন দল গড়ে তোলার। সেটির অংশ হিসেবেই জানুয়ারিতে দলে নতুন মুখ যোগ করতে চান তিনি। তাকে জিজ্ঞেস করা হয়, এমবাপে-হলান্ডদের দিকে তার দৃষ্টি আছে কি-না। শাভি জানিয়ে দেন তার ক্লাবের বাস্তবতা।