বিএনপি-জামায়াত ও সমমনাদের বর্জনের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া ২৬টি আসনের মধ্যে বেশিরভাগেই স্বস্তিতে নেই জাতীয় পার্টির প্রার্থীরা।
২১টি আসনে আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে চ্যালেঞ্জ করছেন জাতীয় পার্টির লাঙ্গলকে। একটি আসনে বিএনপি ছেড়ে আসা স্বতন্ত্র প্রার্থীর পক্ষেও দেখা যাচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীকে।
কেবল পাঁচটি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা আওয়ামী লীগের পক্ষ থেকে চাপে নেই। ঠাকুরগাঁও-৩ আসনের হাফিজ উদ্দিন আহম্মেদ, রংপুর-৩ আসনের জিএম কাদের, কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ-৫ আসনে এ কে এম সেলিম ওসমান এবং ফেনী-৩ আসনের মাসুদ উদ্দিন চৌধুরী তাই স্বস্তিতেই আছেন।
কিন্তু চাপে আছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুও। তিনটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের সমর্থনে জিতলেও এবার ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে।