ফুলবাড়িয়ায় বাবার প্রতিদ্বন্দ্বী মেয়ে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:০২

গত তিনটি নির্বাচন বলতে গেলে প্রায় হেসেখেলেই নৌকা নিয়ে জয়ের বন্দরে পৌঁছেছেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন। ভোটের অংকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পাঁচবারের সংসদ সদস্য এই প্রবীণ আওয়ামী লীগ নেতার ধারেকাছেও ভিড়তে পারেননি।


কিন্তু এবার? ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভোটাররা মনে করছেন, এবার এখানে ভোটের অংক অনেক জটিল। শেষ পর্যন্ত কী হবে সেটা এখনেই বলা যাবে না।


কারণ হিসেবে তারা তিনটি বিষয়কে সামনে আনছেন। ‘গৃহবিবাদের’ জেরে মোসলেমের বড় মেয়ে সেলিমা বেগম সালমা রাজনীতির মাঠে তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন; সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন এবং দীর্ঘদিনের ‘এমপি পরিবারের’ কর্তৃত্বের অবসানের বিষয়টিও ভোটের মাঠে সমানতালে নিয়ে এসেছেন তার প্রতিপক্ষকে।


আওয়ামী লীগের ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত ফুলবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৬ আসনে মোট প্রার্থী আছেন ছয়জন। এর মধ্যে মোসলেমের নৌকা, মালেক সরকারের ট্রাক আর সালমার ঈগলের প্রচার সমানতালে চলছে। বাকিদের প্রচার চললেও ভোটের মাঠে তাদের অবস্থান গৌণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us