২০২৪ সালে জনপ্রিয়তা পাবে যে ধরনের শরবত

প্রথম আলো প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৪, ১৩:০৮

ভেষজ শরবত


উপকরণ: সেলেরি স্টিককুচি ১ টেবিল চামচ, শসাকুচি আধা কাপ, সবুজ আপেলকুচি ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ বা স্বাদমতো, পুদিনাপাতাকুচি ২ টেবিল চামচ, বেসিলপাতা ২টি, তাজা রোজমেরি স্টককুচি ১ চা-চামচ, বেদানার রস ১ চা-চামচ, মাল্টার রস ১ চা-চামচ, মধু ১ টেবিল চামচ বা স্বাদমতো, বিটলবণ আধা চা-চামচ ও বরফের টুকরা পরিমাণমতো।


প্রণালি: খোসা ছাড়িয়ে আপেল ও শসা টুকরা করে নিন। এবার ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। বরফের টুকরা দিয়ে শরবত গ্লাসে ঢেলে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us