দেশের প্রায় ১২ কোটি ভোটার নিয়ে যে নির্বাচন হতে যাচ্ছে, তাতে প্রথমবার ভোট দেবেন- এমন নবীনের সংখ্যা প্রায় দেড় কোটি। এর বাইরে আরো এক কোটি ভোটার আছেন, যারা বয়সে তরুণ।
বিএনপিসহ কয়েকটি দলের বর্জনের নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে এই নবীনদের আলাদা গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীনরা। তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, “আমাদের প্রধান টার্গেট প্রথম ভোটার হওয়া তরুণ শ্রেণি।”
দলটির ইশতেহারেও কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার কথা বলা হয়েছে। নির্বাচন বিশ্লেষকরাও মনে করছেন, ভোটার উপস্থিতির প্রশ্নে নবীন ও তরুণ ভোটাররা বড় প্রভাবই ফেলবেন।
নির্বাচন বিশ্লেষক ও পর্যবেক্ষক ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বলেন, “নতুন ভোটাররা যদি ভোট দেয়, তাহলে ফ্যাক্টর হবে; আর যদি ভোট না দেয়, তাহলেও এটি একটি ফ্যাক্টর।”