নির্বাচন ঘিরে টানা হরতাল–অবরোধের চিন্তা বিএনপির

প্রথম আলো প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:২৩

৭ জানুয়ারির ‘ডামি ভোট’ বর্জনে জনমত গড়তে আরও দুই দিন গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করবে বিএনপি। অর্থাৎ বছরের শেষ দিন আজ ৩১ ডিসেম্বর এবং আগামীকাল ১ জানুয়ারি খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনেও গণসংযোগ করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভোটের আগে এটি গণসংযোগের শেষ কর্মসূচি হতে পারে। এরপর ২ জানুয়ারি থেকে অবরোধ বা হরতাল কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপি।


গতকাল শনিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুই দিনের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের কর্মসূচি ঘোষণা করেন।


রিজভী জানান, বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিন মানুষের উৎসবের মেজাজের কথা বিবেচনা করে কঠোর কিছুতে না গিয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের কর্মসূচি দেওয়া হয়েছে। ‘অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি এবং একতরফা নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে’ ২০ ডিসেম্বর থেকে এ কর্মসূচি চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us