শুক্রবার স্কুল খোলা রাখা নিয়ে ‘হযবরল’ অবস্থা শিক্ষা মন্ত্রণালয়ে!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৫ মে ২০২৪, ২০:০৯

রমজান, ঈদ ও গরমের কারণে টানা ১ মাসের বেশি সময় বন্ধের কবলে পড়েছিল দেশের শিক্ষাঙ্গন। এ অবস্থায় ঘাটতি পোষানোর উদ্যোগ নিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। তবে সেই উদ্যোগ নিতে গিয়ে মন্ত্রণালয় নিজেই বেশ ‘ভজঘট’ পাকিয়ে ফেলছে।


ঘটনার শুরু গত ৩০ এপ্রিল। সেদিন সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হবে।’


ওইদিন রাতে মন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে সংবাদমাধ্যমগুলো যে খবর প্রকাশ করে তার প্রতিবাদ পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। ওই প্রতিবাদলিপিতে বলা হয়, শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us