বাস, ট্রাক, রিকশাসহ কোনো ধরনের যানবাহনে নির্বাচনী পোস্টার লাগানোর সুযোগ নেই—আচরণবিধিতে এমনটিই বলা আছে। তবে রাজধানীর জুরাইন এলাকায় গেলে ঠিক এর উল্টো চিত্র দেখা যাবে। এই এলাকার অলিগলির মূল বাহন ব্যটারিচালিত রিকশা। প্রায় প্রতিটি ব্যটারিচালিত রিকশায় কোনো না কোনো প্রার্থীর পোস্টার বা স্টিকার লাগানো হয়েছে।
জুরাইন এলাকা ঢাকা-৪ সংসদীয় আসনের আওতাধীন। এই আসনে ভোটার প্রায় ২ লাখ ৫৫ হাজার। ঢাকা মহানগর ও জেলার ২০টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার এই আসনে। তবে ভোটার কম হলেও পোস্টারের ব্যাপকতা ঢাকার অন্য আসনগুলোর চেয়ে কোনো অংশেই কম নয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জুরাইন, কদমতলী ও শ্যামপুর এলাকা ঘুরে দেখা গেছে, অলিগলি ছেয়ে গেছে পোস্টারে।