নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘ভোটারদের ভয় নেই, তাদের নিরাপত্তার জন্য আইনের বিধান রয়েছে। যদি কেউ ভোটারদের ভয়-ভীতি বা হুমকি-ধামকি দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেটা যেখানেই হোক, ঘরে বাইরে, হাট-বাজারে, যেকোন জায়গায় ভোটারদের কেউ বাধা দিলে নিকটস্থ থানায় অভিযোগ জানানোর অনুরোধ করছি।’
আজ বৃহস্পতিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।