হামলা ভাঙচুর আগুন গুলি থামছে না

সমকাল প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:১২

জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর পর থেকে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে হামলা, সংঘর্ষ অব্যাহত রয়েছে। প্রতীক বরাদ্দ থেকে গতকাল সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গোলাগুলি, নির্বাচনী ক্যাম্পে আগুন, ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের নেতাকর্মী; হচ্ছে পাল্টাপাল্টি মামলা।


টাঙ্গাইল-৫ আসনে নৌকার প্রার্থী মামুনুর রশিদ মামুনের তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাতে উপজেলার বাঘিল ইউনিয়নের জুগনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল ও সিয়াম।


মামুনুর রশিদ জানান, রাতে বাঘিল ইউনিয়নে তাঁর কর্মী-সমর্থক মোটরসাইকেল র‌্যালি বের করে। জুগনী এলাকায় পৌঁছালে সদর আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকরা তাঁর সমর্থকের ওপর গুলি চালালে তিনজন আহত হন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছানোয়ার হোসেন। টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন জানান, ঘটনায় জড়িত সন্দেহে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে আটক করা হয়েছে।


গতকাল কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আহত অন্য তিনজন হলেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আবুল খায়ের, বড়করই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মহিউদ্দিন ও গাড়িচালক মো. ইউসুফ। আহতরা কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর সমর্থক। টিটুর অভিযোগ, জহিরুল কয়েকজন সহযোগী নিয়ে নবাবপুর ইউনিয়নে পোস্টার বিতরণ করে ফেরার পথে নৌকার প্রার্থীদের হামলার শিকার হন। এ সময় তাদের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, হামলার বিষয়টি তাঁর জানা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us