ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বড়দিন উদযাপনের সূচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সেখানে উপস্থিত হাজার হাজার মানুষের সামনে দেওয়া ভাষণে বড়দিনের বার্তায় গাজায় যুদ্ধ বন্ধ করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গাজায় বিপর্যয়কর মানবিক সংকট সমাধানে আরও ত্রাণ সেখানে ঢুকতে দেওয়ারও আহ্বান জানান পোপ।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দু’পক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দুই মাস পেরিয়েছে।