ঈগল আর ট্রাকেই কেন আগ্রহ স্বতন্ত্রদের?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩১

দ্বাদশ সংসদ নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন ৩৮২ জন, যাদের বেশিরভাগেরই প্রতীক ঈগল ও ট্রাক।


নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের জন্য ২৫টি প্রতীক রাখলেও ৭৩ শতাংশ স্বতন্ত্র প্রার্থী এ দুটি প্রতীক বেছে নিয়েছেন।


তারা বলছেন, ব্যালট পেপারে যাতে স্পষ্ট ফুটে ওঠে এবং প্রতীকের মাধ্যমে ভোটারদের মননে প্রার্থীর ‘শক্তি-সামর্থ্য’ আর শ্রেষ্ঠত্বের বার্তা যায়, সেসব চিন্তা থেকেই তারা এসব প্রতীক বেছে নিয়েছেন।


ঢাকা জেলার ২০ আসনের মধ্যে সর্বোচ্চ পাঁচজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ঢাকা-১৪ আসনে। এই প্রার্থীরা প্রতীক নিয়েছেন ঈগল, ট্রাক, দালান, রকেট ও কেটলি। ঢাকার বাইরে ২৮০ আসনের মধ্যে সবচেয়ে বেশি পাঁচজন স্বতন্ত্র প্রাথী লড়ছেন নীলফামারী-৩ আসনে। তারা বেছে নিয়েছেন ঈগল, ট্রাক, কেটলি, কাঁচি আর মোড়া প্রতীক।


সব মিলিয়ে ২৫টি প্রতীক বরাদ্দ থাকলেও বিভিন্ন আসনের প্রার্থীরা পছন্দ করেছেন ১৯টি প্রতীক। বাকিগুলো ‘মানসম্মত’ আর ‘স্পষ্ট না হওয়ায়’ কয়েকটি প্রতীকেই স্থির থাকতে হয়েছে বলে ভাষ্য স্বতন্ত্র প্রার্থীদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us