দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা দুজনই বর্তমানে সংসদ-সদস্য।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তারা হলেন-চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান ও ঝিনাইদহ-১ আসনের আব্দুল হাই।
এছাড়া বরগুনা-১ আসনের সংসদ-সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে নির্বাচন কমিশনে তলব করার সিদ্ধান্ত হয়েছে। তবে কবে ইসিতে ডাকা হবে তা নির্ধারণ করা হয়নি। আর কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ-সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে কমিটি। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের আইন অনুবিভাগের যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার রোববার রাতে দুই প্রার্থীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্তের কথা জানান।