এখন মনে করতে হবে লাঙ্গল মানে নৌকা: নিজাম হাজারী

প্রথম আলো প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ২০:০৯

জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘দলের বৃহত্তর স্বার্থে নৌকার প্রার্থীকে প্রত্যাহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির প্রার্থীকে এ আসনটি (ফেনী-৩) ছেড়ে দিয়েছেন। এখন আমাদের মনে করতে হবে লাঙ্গল মানে নৌকা। শান্তি ও উন্নয়ন চাইলে অতীতের ভেদাভেদ ভুলে সবাইকে লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে।’


গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাগাজী পৌর শহরের একটি গণমিলনায়তনে আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় এসব কথা বলেন নিজাম উদ্দিন হাজারী। এ সময় ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আবুল বাশার দলীয় সিদ্ধান্তের কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালের নির্বাচনেও এ আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us