স্পিন আর হোপে ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ‘হ্যাটট্রিক’

প্রথম আলো প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:২২

ক্রিস ওকসকে পয়েন্টের ওপর দিয়ে মারা শাই হোপের ছক্কার পর ওয়েস্ট ইন্ডিজ ডাগআউটে উদ্‌যাপনটাই বলে দিচ্ছিল, জয়টা ক্যারিবীয়দের কাছে বিশেষ কিছু। এক সময় ২-০-তে এগিয়ে থাকলেও সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নেমেছিল সে লিডটা খুইয়ে। ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১৩২ রানে থামিয়েও পথ হারাতে ধরেছিল তারা। তবে ‘কুল’ থেকেছেন হোপ, তাঁর ৪৩ বলে ৪৩ রানের ইনিংসই ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছে ৪ উইকেটের জয়।


এই জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই বাঁহাতি স্পিনার—গুড়াকেশ মোতি ও আকিল হোসেইন। দুজন মিলে ৮ ওভারে দেন মাত্র ৪৩ রান, নেন ৫ উইকেট। পাওয়ারপ্লেতে আকিল আর পরে মোতি লাগাম পরিয়ে রাখেন আগের ম্যাচেই ২৬৭ রান তোলা ইংলিশদের। ঠিক নিজেদের উপযোগী উইকেট না হলেও হোপ ধরে রাখেন ইনিংস। তাতেই টানা তৃতীয় সিরিজ জয় নিশ্চিত হয় তাদের। এ বছর দক্ষিণ আফ্রিকা, ভারতের পর ইংল্যান্ডকে হারাল তারা, নিজেদের ইতিহাসেই প্রথমবারের মতো কমপক্ষে দুটি ম্যাচের তিনটি সিরিজ টানা জিতল ক্যারিবীয়রা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us