আট জেলায় নতুন কর অঞ্চল হচ্ছে। জেলাগুলো হলো—নরসিংদী, ফরিদপুর, কক্সবাজার, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর, নোয়াখালী ও পাবনা। এর ফলে করসংক্রান্ত বেশির ভাগ কাজের জন্য করদাতাদের দূরে যেতে হবে না।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে। এই সম্প্রসারণ কার্যক্রমে নতুন ২৮টি কর অঞ্চল সৃষ্টি করা হয়েছে। সম্প্রতি এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
বর্তমানে ৩১টি কর অঞ্চল আছে। এসব কর অঞ্চল দিয়ে এলাকা ও বিষয়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আয়কর বিভাগ।